শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১:৫২ পিএম

এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিশ্বের সবচেয়ে আলোচিত ধনী ব্যক্তি ও টেসলার প্রধান ইলন মাস্কের বিরুদ্ধে। এই ঘটনা চেপে যেতে স্পেসএক্স ভুক্তভোগী ওই নারীকে আড়াই লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে।

জানা গেছে, স্পেসএক্সের করপোরেট জেট ফ্লিটের হয়ে চুক্তি ভিত্তিতে কাজ করতে ওই বিমানবালা। তার দাবি, ২০১৬ সালে একটি ফ্লাইট চলাকালীন মাস্ক তার সাথে খারাপ ব্যবহার করেন এবং তাকে কুপ্রস্তাব দেন। যদিও আদালতের বাইরে বিষয়টি সমাধানের সময় সংস্থাটি তাকে দিয়ে নন-ডিসক্লোজারে স্বাক্ষর করিয়ে নেয়। ঘটনাটি ২০১৬ সালের হলেও ওই বিমানবালাকে টাকা দেয়া হয় ২০১৮ সালে।

তবে ওই অভিযোগকারী বিমানবালাকে মিথ্যাবাদী উল্লেখ করে নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের।

সূত্র : জি২৪ ঘণ্টা, বিজনেস ইনসাইডার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন