বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ট্রেলার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন শ্যাম বেনেগাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১০:৫৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ বায়োপিক। সেপ্টেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। তার আগে গত বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছে এর ট্রেলার। প্রকাশের পরপরই ট্রেলারটি নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর কণ্ঠ, ভিএফএক্স, ইতিহাসের সঙ্গে ট্রেলারের বিভিন্ন দৃশ্যের অসামঞ্জস্যতা রয়েছে—এমন অভিযোগ করছেন অনেকেই। এবার ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর ট্রেলার নিয়ে সমালোচনা প্রসঙ্গে কথা বলেছেন বায়োপিকটির নির্মাতা শ্যাম বেনেগাল।

ভারতীয় সংবাদমাধ্যমকে শ্যাম বেনেগাল বলেন, ‘সিনেমাটি নিয়ে নানা মন্তব্য এসেছে বলে শুনেছি। তারা কেন হতাশ, তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন। সোমবার আমি অফিসে গিয়ে বিষয়টি দেখব। তবে কানে ট্রেলারের উপস্থাপনা খুব ভালো ছিল। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাদের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। কী নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে, তা আমি আরও ভালোভাবে জানতে চাই।’

উল্লেখ্য, বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে কাজ শ্যাম বেনেগালের এবারই প্রথম নয়। এর আগে তিনি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও সত্যজিৎ রায়কে নিয়ে বায়োপিক বানিয়েছেন। ‘দ্য ফরগটেন হিরো’-তে সুভাষচন্দ্র বসুকে এমিলি শেঙ্কলের সঙ্গে বিবাহিত দেখানোয় অনেকেই সে সময় সমালোচনা করেছিলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল।

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এ সমালোচনার কথা ভাবতেও পারেননি শ্যাম বেনেগাল। তিনি বলেন, ‘ট্রেলারে মুজিবকে একজন পরিবার অন্তঃপ্রাণ মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। পরিবারের সঙ্গে তাঁর কথোপকথনের কিছু দৃশ্যও রয়েছে। সুভাষচন্দ্র বসু পরিবার ছেড়ে, বাংলা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন। কিন্তু শত ঝড়েও মুজিব তাঁর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন না। তাঁকে কারাগারে বন্দী করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার সময় ছাড়া বাকি সময়টা পরিবারের সঙ্গেই ছিলেন। এই কারণেই আমি জানতে চাই, আসলে মানুষের নেতিবাচক প্রতিক্রিয়াটা কী নিয়ে।’

শ্যাম বেনেগাল আরো বলেন, ‘৯০ সেকেন্ডের একটি ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না কেউ। আপনি শুধু ট্রেলার নিয়েই কথা বলতে পারেন।’

২০১০ সালে ‘ওয়েল ডান আব্বা’ সিনেমাটি ছিল শ্যাম বেনেগাল পরিচালিত শেষ ফিচার ফিল্ম। জাতির পিতার জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ দিয়ে ১২ বছর পর ফিচার ফিল্ম নিয়ে ফিরলেন শ্যাম বেনেগাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন