শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাছের প্রজনন বৃদ্ধিতে কোস্টগার্ডের অভিযান

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০৩ এএম

মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ২০ মে থেকে বঙ্গোপসাগর সংলগ্ন সাগর সমুদ্রে মৎস্য আহরণ ৬৫ দিনের জন্য নিষিদ্ধ করেছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়ন সমুদ্র উপকূলে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সকাল থেকে মোংলার পশুর নদী ও সুন্দরবন উপকূলে অভিযান শুরু করেছে কোস্টগার্ড পশ্চিজোন মোংলা।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন জানান, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের মৎস্য সম্পদ রক্ষার এ কার্যক্রম সফল করতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে কাজ করছেন তারা।
বর্তমান সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্লু-ইকোনমিকে গুরুত্ব দিয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে অধিকতর গুরুত্ব দিয়ে আসছেন। এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে কোস্টগার্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন