শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিজেপির শাসন হিটলার-স্তালিনের চেয়েও খারাপ: মমতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১০:০৫ এএম

ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির শাসনকে হিটলার-স্তালিন ও মুসোলিনির শাসনকালের চেয়েও খারাপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কার্যক্রমে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সমালোচনা করে এ কথা বলেছেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে রাজ্য সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এমন অভিযোগ করে তৃণমূল নেত্রী বলেছেন, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশের ফেডারেল কাঠামোকেই ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে।’
সোমবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপির শাসন অ্যাডলফ হিটলার, জোসেফ স্তালিন এবং বেনিতো মুসোলিনির শাসনের চেয়েও খারাপ।’
এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার স্বার্থেই কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসন দিতে হবে উল্লেখ করে বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে রাজ্য সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। সরকার দেশের ফেডারেল কাঠামো ধ্বংস করে দিচ্ছে। এক তুঘলকি কারবার চলছে দেশজুড়ে। কিন্তু এমনটা হতে দেওয়া যায় না।’
এদিকে, ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের।
এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও। সূত্র : এনডিটিপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন