মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভোট দিনে হবে, রাতে না: সিইসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ২:০৩ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট তার নিয়মানুযায়ী হবে। দিনের ভোট দিনে হবে, রাতে হবে না। মঙ্গলবার (২৪ মে) সকালে রাজধানীর নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা অন্তর থেকে বলছি। সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের সুষ্ঠু ধারা অব্যাহত থাকুক।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আর দায়িত্বশীল হওয়া উচিত।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে সিইসি বলেন, ইভিএম নিয়ে আমরা ৫টা মিটিং করেছি। তবুও পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। আরও মিটিং হবে। সেখানে পযলোচনা করবো। আমরা বলেছি- ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। কালকেও কারিগরি মিটিং হবে।

এ সময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
mozibur binkalam ২৪ মে, ২০২২, ৩:১১ পিএম says : 0
তার মানে ? রাতে ভোট হয়েছিলো। এ কথা ১০০% ভাগ সত্য। ওগো সরকার তোমার কি লজ্জা হয় না ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন