বান্দরবানের আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ৪০টি গরু উদ্ধার করেছে আলীকদম বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে আলীকদম-পোয়ামুহুরী সড়কের ৭ কিলোমিটার নামক স্থানের জঙ্গল থেকে গরুগুলো আটক করা হয়। বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাত মো. শাহরিয়ার ইকবাল জানান, আলীকদমের সীমান্ত পথে চোরাকারবারীরা গরু পাচার করছে এমন খবর পেয়ে গতকাল ভোররাতে অভিযান চালানো হয়। এ সময় চোরা কারবারীরা গরুগুলো জঙ্গলে রেখে পালিয়ে যায়। কোরবানির ঈদকে সামনে রেখে গরুগুলো চোরা কারবারীরা আলীকদমের পোয়ামুহুরী মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশ নিয়ে আসে। আটককৃত গরুগুলো কাস্টমকে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, স¤প্রতি চোরাই পথে নিয়ে আসা আরও বেশকিছু গরু উদ্ধার করে উপজেলা প্রশাসন। সীমান্ত দিয়ে গরুসহ যে কোনো অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি বদ্ধপরিকর বলে জানান বান্দরবান বিজিবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন