বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সুদের বিরুদ্ধে গল্প নিয়ে ধারাবাহিক মহাজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০৫ এএম

বৈশাখী টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মহাজন’। মজিবুল হক খোকন পরিচালিত নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। নাট্যরূপ দিয়েছেন এন ডি আকাশ। নাটকটি প্রযোজনা করেছেন ইমরান খান। নাম ভূমিকায় অভিনয় করেছেন বড়দা মিঠু। আরো অভিনয় করেছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, সমু চৌধুরী প্রমুখ। প্রচার হচ্ছে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। নাটক সম্পর্কে লেখক টিপু আলম মিলন বলেন, মহাজনের সুদের কারবারে অতিষ্ঠ হয়ে উঠে গ্রামের প্রতিটি মানুষ। চারদিকে নেমে আসে দুঃখ-কষ্ট। তারা বুঝতে পারে, সুদের টাকায় মানুষের উপকারের চেয়ে অপকারই হয় বেশি। এমনকি বংশ পরম্পরায় সুদের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গ্রামের মানুষ। ইসলামে সুদকে নিষিদ্ধ করা হয়েছে সেটা মনে প্রাণে উপলব্ধি করতে থাকে তারা। তাই তারা সুদহীন জীবন গড়ায় অঙ্গীকারাবদ্ধ হয়। মহাজন গল্পের মাধ্যমে সমাজের কিছু অমানুষ মহাজনের চরিত্র প্রতিফলিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন