শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জার্মানি-পোল্যান্ড দ্বন্দ্ব

ইউক্রেনে অস্ত্র পাঠানো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০৩ এএম

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার দালাল কিছু দেশ কিয়েভের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমাদের চাপে পড়ে কিছুটা দেরিতে হলেও জার্মানিও সহায়তা দিয়েছে। এ কারণে জার্মান সরকার ঘরে-বাইরে তুমুল সমালোচনার মুখে পড়ছে। ইউক্রেনের সরকার বার বার জানাচ্ছে, যে কাগজেকলমে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও জার্মানি বাস্তবে অযথা বিলম্ব করছে। ফলে যুদ্ধক্ষেত্রে জরুরি অস্ত্রের অভাবে ইউক্রেনের সেনাবাহিনীর সমস্যা হচ্ছে। এমনকি জার্মানির সদিচ্ছা নিয়েও ইউক্রেনের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।

এবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জার্মানির বিরুদ্ধে প্রতিশ্রæতিভঙ্গের অভিযোগ এনেছেন। পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের অনেক দেশের সোভিয়েত আমলে তৈরি যে সব সামরিক সরঞ্জাম রয়েছে, সেগুলি দ্রæত ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছিল জার্মানি। শ‚ন্যস্থান পূরণ করতে জার্মানিতে তৈরি সামরিক সরঞ্জাম হস্তান্তর করার কথা। পোল্যান্ডের প্রেসিডেন্টের দাবি, জার্মানি মোটেই পোল্যান্ডকে ট্যাংক সরবরাহের সেই প্রতিশ্রুতি পালন করছে না, যা গভীর হতাশার কারণ হয়ে উঠছে। দুদা বলেন, জার্মানির আশ্বাসের ভিত্তিতে পোল্যান্ড এপ্রিল মাসেই ইউক্রেনে অনেকগুলি ‘টি-৭২’ ট্যাংক পাঠিয়েছে।

এমন অভিযোগের মুখে ক‚টনৈতিক পথে বিষয়টি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ কাটানোর উদ্যোগ নিচ্ছে জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সবিগনিয়েফ রাউ মঙ্গলবার বার্লিনে এক বৈঠকে এই সমস্যা সমাধানের ইচ্ছা প্রকাশ করেছেন। বেয়ারবক বলেন, জার্মানির পক্ষে সব সময়ে চটজলদি ভারি অস্ত্র সরবরাহ সম্ভব নয়। অনেক ক্ষেত্রে সেগুলির মেরামতির প্রয়োজন হয় বা না থাকলে নতুন করে অর্ডার দিতে হয়। এ ক্ষেত্রে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে ভুল বোঝাবুঝি এড়ানোর প্রস্তাব দেন তিনি। রাউ বলেন, আসলে খুঁটিনাটি বিষয়গুলির মধ্যেই এমন দ্ব›েদ্বর অবকাশ রয়েছে। তবে সমস্যা মেটানোর জন্য সদিচ্ছার অভাব নেই। তার মতে, জার্মানি ও পোল্যান্ডের জন্য দুঃখজনক হলেও ইউক্রেন ও ইউরোপের পূর্বাংশের জরুরি পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজন মেটানো সবসময়ে সম্ভব হচ্ছে না।

জার্মানির ‘ডেয়ার স্পিগেল’ পত্রিকার সূত্র অনুযায়ী পোল্যান্ড জার্মানির কাছে সর্বাধুনিক লেপার্ড ট্যাংক দাবি করেছে বলেই বিলম্ব হচ্ছে। কারণ খোদ জার্মান সেনাবাহিনীর হাতেই সেই মডেলের যথেষ্ট ট্যাংক নেই। পোল্যান্ডের সঙ্গে বিষয়টি নিয়ে মনোমালিন্য সত্তে¡ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে জার্মানির বোঝাপড়ায় এখনো কোনো সমস্যা দেখা দেয়নি। গত সপ্তাহে চেক সরকার জানিয়েছে, যে ইউক্রেনকে ‘টি-৭২’ ট্যাংক পাঠানোর পর জার্মানি ১৫টি ‘লেপার্ড ২ এ-ফোর’ সরবরাহ করেছে। সূত্র : ডয়চে ভেলে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Masud Pervez ২৬ মে, ২০২২, ৪:৩২ এএম says : 0
অস্ত্র পাঠালে কি হবে? অস্ত্র ব্যবহার করার জন্য মানুষ লাগবে তো।
Total Reply(0)
Tanvir Siddiqi ২৬ মে, ২০২২, ৪:৩১ এএম says : 0
রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশ গুলো নিষেধাজ্ঞা দিয়ে,, পুরো বিশ্ব কে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে,,,
Total Reply(0)
F.m. Talha Morshed ২৬ মে, ২০২২, ৪:৩২ এএম says : 0
ফিলিস্তিনের যখন হামলা চালানো হয়েছিল তখন তো কেউ এত কথা বলে নাই এখন সাংবাদিকরা এত কথা বলে কেন।যখন ফিলিস্তিনের উপর অত্যাচার করছে এই মানুষ গুলো সাহায্য করে নাই। এগুলো হচ্ছে আল্লাহ্’ র আজাব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
Total Reply(0)
Sayed Rahman ২৬ মে, ২০২২, ৪:৩১ এএম says : 0
আমেরিকা যখন ইরাক আক্রমণ করেছিল তখন বিশ্ব কোথায় ছিল
Total Reply(0)
Md Ali Azgor ২৬ মে, ২০২২, ৪:৩১ এএম says : 0
রাশিয়া জা করছে ভালো করেছে,ইউক্রেন পশ্চিমাদের নিয়ে দালি করবে,, আর রাশিয়া চোখ বন্ধ করে থাকবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন