পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন স্বর্ণের দুটি প্রতিষ্ঠান যে ব্যাখ্যা দিয়েছে, তাতে সন্তুষ্ট বিএসইসি। আজ (বুধবার ২৫ মে, ২০২২) প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে কমিশন থেকে পাঠানো চিঠিতে সন্তুষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
গত ১৬ মে ‘রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি’ও ‘বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি’ নামের প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে বিএসইসি থেকে আলাদা চিঠি পাঠানো হয়। প্রতিষ্ঠান দুটি গত ২২ মে কমিশনের কাছে লিখিতভাবে তার জবাব দেয়। ওই চিঠির জবাব সন্তোষজনক বলে মন্তব্য করেছে বিএসইসি। তাদের স্বর্ণের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কোনও বাধা নেই বলেও উল্লেখ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন