বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যন শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর পৃষ্ঠপোষকতায় সিলেট এবং সুনামগঞ্জের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। গতকাল বুধবার পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দশটি টিম দূর্গত এলাকার সিলেটের বাইশটিলা, মুরিয়ার চর, মাছিমপুর, পাতাঘাট, খুরসীঘাট, কোম্পানীগঞ্জ ও চাতকের বিভিন্ন এলাকায় পানিবন্দি পাঁচ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার ও দশ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু, সয়াবিন তেল, চিড়া, বিস্কুট ও বিশুদ্ধ পানি বিতরণ করে। মঙ্গলবারও বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বিএসপির নেতা মো. মেন্দু মিয়া, মো. মোবারক হোসেন, মৌলভী আব্দুল মতিন, শাহ মো. আসলাম হোসাইন, এইচ এম মনজুরুল আনোয়ার চৌধুরী, মো. ইব্রাহিম মিয়া, মো. নওশাদ মিয়া, আবুল কালাম, হাবিবুর রহমান পায়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন