বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পঞ্চম স্থানের জন্য লড়বে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ৯:১২ পিএম

হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে এখন পঞ্চম স্থানের জন্য লড়বে বাংলাদেশ। বৃহস্পতিবার জাকার্তার জিবিকে হকি গ্রাউন্ডে গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়া ৮-১ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজদের। বাংলাদেশের হয়ে পেনাল্টি কর্ণার (পিসি) থেকে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম। ‘বি’ গ্রুপে তিন ম্যাচের একটিতে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারের পর রাসেল মাহমুদ জিমিরা দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়েছে ২-১ ব্যবধানে। ফলে গ্রুপের তৃতীয় দল হিসেবে এখন পঞ্চম স্থানের জন্য লড়তে হবে বাংলাদেশকে। এ লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চতুর্থ দল স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী রোববার অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে সপ্তম স্থানের জন্য পরের দিন খেলবে। আর ওই দিন জিতলে বাংলাদেশ ১ জুন পঞ্চম স্থানের জন্য লড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন