গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, আর শনাক্ত হয়েছেন ২৮ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩০ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জন। এসময় শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৯৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১ হাজার ৭৯৫ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৩১৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩২৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন