বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টেক্সাসের স্কুলে হত্যাকাণ্ড : ‘শোক’ সইতে পারলেন না নিহত শিক্ষকের স্বামী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১০:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে গত মঙ্গলবার এক কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৯টি শিশুসহ নিহত হন দুই শিক্ষক। এর মধ্যেই নিহত এক শিক্ষকের স্বামী হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানা গেছে। খবর বিবিসির।

গত মঙ্গলবারের ঘটনাস্থল রব এলিমেন্টারি স্কুলে ২৩ বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন ইরমা গার্সিয়া। তাঁর মৃত্যুর খবরের পর স্বামী জো গার্সিয়া হার্ট অ্যাটাকে মারা যান।

দুই যুগের বিবাহিত জীবনে গার্সিয়া দম্পতি দুই ছেলে ও দুই মেয়ের জনক-জননী ছিলেন। তাঁদের প্রথম সন্তানের বয়স ২৩ বছর এবং সর্বকনিষ্ঠের ১২ বছর।
ইরমা গার্সিয়ার ভাগনে জন মার্টিনেজ এক টুইটে জানান, জো গার্সিয়া তাঁর স্ত্রীর হত্যাকাণ্ডে ‘শোকাহত হয়ে মারা গেছেন।’
সংবাদমাধ্যম ফক্স-এর একটি স্থানীয় সংস্থা জানিয়েছে, জো গার্সিয়া হার্ট অ্যাটাকে মারা গেছেন।
ভয়াবহ ওই হত্যাকাণ্ডের পর জন মার্টিনেজ দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, উদ্ধারকর্মীরা দেখতে পান- ইরমা গার্সিয়া ‘তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত শিশুদের জড়িয়ে ধরে রেখেছিলেন।’ সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন