শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফাইনালে রিয়ালকে ৩-০ গোলে হারাবে লিভারপুল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১১:০৫ এএম | আপডেট : ১১:০৬ এএম, ২৭ মে, ২০২২

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এই দুই দলের হয়েই খেলেছেন মাইকেল ওয়েন। সাবেক এই দুই ক্লাবের মধ্যে ফাইনাল বেশ বিতর্কিত এক ভবিষ্যৎবাণী করে বসলেন এই ইংলিশ মিডফিল্ডার।

প্যারিসে এবারের চ্যাম্পিয়ন্স ফাইনালে নাকি লিভারপুলের সামনে দাঁড়াতেই পারবে না রিয়াল মাদ্রিদ, এমনটাই মনে করেন লিভারপুলের হয়ে ২৯৭ ম্যাচে ১৫৮ গোল করা ওয়েন। ডেইলি মেইলের সঙ্গে আলাপচারিতায় চ্যাম্পিয়ন্স ফাইনালের চিত্র কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনায় ওয়েন বলেন, ‘আমার মনে হয় রিয়াল মাদ্রিদের চেয়ে লিভারপুল ভালো দল এবং তারা মাদ্রিদকে উড়িয়ে দিতে পারে।

আমার ভবিষ্যদ্বাণী হচ্ছে (লিভারপুলের পক্ষে) ৩-১ বা ৩-০।’ ‘আমার মনে হয় এই মুহূর্তে রিয়ালের চেয়ে লিভারপুল একটু বেশিই ভালো দল, তারা মাদ্রিদকে সহজেই হারাতে পারবে বলে আমার বিশ্বাস।’

শেষ ষোলোয় পিএসজি, কোয়ার্টার ফাইনালে চেলসি এবং সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নাটকীয় সব জয়ে ফাইনালের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। সাবেক মাদ্রিদ স্ট্রাইকার ওয়েনের কণ্ঠে তাদের জন্যও প্রশংসা ঝরেছে, ‘মাদ্রিদ ফাইনালে পৌছাতে যা করেছে, তা প্রশংসনীয়। ম্যানচেস্টার সিটি দারুণ খেলছিল, মাদ্রিদ তাদেরকেও হারিয়েছে। তবে আমার মনে হয়, লিভারপুলের এই দলটা অনেক ভালো এবং অভিজ্ঞ।’

ফাইনালে দুই দলের রণকৌশল কেমন হতে পারে, সেটা নিয়েও নিজের ভাবনা বয়ান করেছেন ওয়েন, ‘লিভারপুল বলের দখল রেখে খেলবে। মাদ্রিদ রক্ষণে স্পেসগুলো আটকে সালাহ- মানেদের রুখে দেওয়ার চেষ্টা করবে। রিয়াল মাদ্রিদ আঁটসাঁট রক্ষণ রেখে লিভারপুলের ডিফেন্সিভ হাই-লাইনের সুযোগ নিয়ে প্রতি-আক্রমণের মাধ্যমেও খেলতে পারে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন