শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শরণখোলার রাজাপুর বাজারে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১:৪৮ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর বাজারে আগুন লেগে পুড়ে গেছে
২১টি দোকান। (২৭ মে)শুক্রবার ভোর ৫টার দিকে আগুনের শুত্রপাত ঘটে। মূহুর্তের
মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ওই বাজারের ২১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পরে শরণখোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে
আনে। ক্ষতিগ্রস্থরা জানান আগুনে পুড়ে তাদের তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি
হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন,বগেরহাট-৪ আসনের সংসদ
সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান
উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী।
এসময় এমপি মিলন তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ
৫০হাজার টাকা সহায়তা করেন।
শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন,
বাগেরহাটের উপ-সহকারি পরিচালকের নেতৃত্বে তারা মোরেলগঞ্জ ও শরণখোলা
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন
নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। যার কারণে ওই বাজারের শতাধিক দোকান আগুন
থেকে রক্ষা পায়। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট
সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।
রাজাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির জানান,
আগুনে ২১টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। দোকানগুলির কোন মালামাল
কেউ রক্ষা করতে পারেনি। সরকারি সহায়তা না পেলে এদের পথে বসা ছাড়া
উপায় থাকবেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী বলেন, উপজেলা
পরিষদ থেকে ইতিমধ্যে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া
আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের মাধ্যমে পরবর্তীতে বিধি
মোতাবেক সহায়তা করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন