বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পতনের মুখে ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর সেভেরোডোনেৎস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ৫:৪৭ পিএম

অবরুদ্ধ শহর সেভেরোডোনেৎস্কে এখনও হাজার হাজার মানুষের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে প্রতিকূলতা অনেক বেশি। শহরটি ঘিরে রেখেছে রুশ সেনা।

রাশিয়ার অভিযান যতই তীব্র হচ্ছে ততই অসহায় হয়ে পড়ছে ইউক্রেনীয় সেনা। রাশিয়ার সেনাদের তুলনায় তাদের সংখ্যা ৭ অনুপাত ১ এ দাঁড়িয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ড সতর্ক করেছেন।

লুহানস্কের ডনবাস এলাকার এই মূল শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে আসার আগে এটি কেবল সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। এবং যদি তা হয়, এটি হবে মারিউপোলের পরে আরেকটি বড় বিজয়।

সেভেরোডোনেৎস্ক শহরের অবস্থানের কারণেই এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ শহরটি ডনবাসের অন্যান্য শহরের সাথে সংযোগ রক্ষাকারী সড়কের পাশে অবস্থিত। যার ফলে রাশিয়া দ্রুত এর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। সূত্র: স্কাই নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন