শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নবম পে-স্কেলসহ ৭ দাবি সরকারি কর্মচারীদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ১২:০১ এএম

নবম পে-স্কেল বাস্তবায়ন ও ভাতা বাড়ানোসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোট।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে মহাজোটের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সরকারি কর্মচারীদের বর্তমান প্রথম গ্রেড থেকে ২০ গ্রেডের ব্যবধান (৭৮০০০ থেকে ৮২৫০) ৬৯ হাজার ৭৫০ টাকা। প্রজাতন্ত্রের কর্মচারীদের ২০০৯ সালে সপ্তম জাতীয় পে-স্কেল দেওয়া হয়। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া হয়। বর্তমান সময়ে বাজারে মূল্যের ঊর্ধ্বগতি প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিবহন ভাড়া, বাড়ি ভাড়াসহ পারিবারিক ব্যয় বৃদ্ধির কারণে কর্মচারীদের ২০২০ সালে নবম জাতীয় পে-স্কেল অনিবার্য হয়ে পড়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের আহবায়ক মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সদস্য সচিব আমজাদ আলী খান, উপদেষ্টা মো. মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, কার্যকরী সভাপতি আসকার ইবনে শায়েখ খাজা, মুখপত্র-আব্দুল মান্নান বিশ্বাস প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন