শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রৌমারী সীমান্তে হাতি আতঙ্কে গ্রামবাসী

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:০৩ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : জেলার রৌমারী সীমান্তে ভারত থেকে এক পাল হাতি নেমে এসে সীমান্ত এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এ কারণে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ আলগার সীমান্ত দিয়ে এক পাল হাতি বাংলাদেশের অভ্যন্তরে নেমে আসে।

খেওয়ারচর গ্রামের জিয়াউর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হাতির পালে ৫০টিরও বেশি হাতি রয়েছে। হাতিগুলো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। ইতোমধ্যে তারা কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরও করেছে।

এ ঘটনায় রৌমারী সীমান্তবর্তী গ্রামবাসীর ভেতর আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন খেওয়ারচর এলাকার স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী।

শেষ খবর পাওয়া পর্যন্ত রৌমারী সীমান্তের খেওয়ারচর বিজিবি ক্যাম্পের সামনের এলাকায় অবস্থান করছে হাতির পাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন