বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক স্বাধীনতা নিশ্চিতের আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমিতে প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের দক্ষিণ চীন সাগরে ‘সামুদ্রিক স্বাধীনতা’ নিশ্চিত রাখতে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মার্কিন নৌ ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেন দখল করে ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ‘ব্যাকফায়ার করেছে’। মেরিল্যান্ডের অ্যানাপোলিসে ১ হাজার ২০০ স্নাতক ক্যাডেটের উদ্দেশে বাইডেন বলেন, এই ক্যাডেটরা এমন এক সময়ে সামরিক বাহিনীতে প্রবেশ করতে যাচ্ছে যখন বিশ্ব জুড়ে নানা চ্যালেঞ্জ বিরাজ করছে। তাদের দায়িত্ব হবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অনিশ্চিত বিশ্বকে স্হিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, ‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিতে আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকব।’ ইউক্রেনে রাশিয়ার হামলার বিরোধিতায় অনেক দেশের জোট সৃষ্টিতে ভ‚মিকা রাখা বাইডেন এদিন পুতিনকে নিয়েও কড়া কথা বলেছেন। ন্যাটো মিত্রদের বিভক্ত করতে রুশ প্রেসিডেন্টের চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। “তিনি (পুতিন) কেবল ইউক্রেন দখলেরই চেষ্টা করছেন না, তিনি ইউক্রেনের জনগণের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলতে চাইছেন। সংস্কৃতি নির্ম‚ল ছাড়া স্কুল, নার্সারি, হাসপাতাল, জাদুঘরে হামলার আর কোনো উদ্দেশ্যই থাকতে পারে না। পুতিন চেয়েছিলেন ইউরোপকে ফিনল্যান্ডের মতো বানাতে, কিন্তু এর বদলে আস্ত ইউরোপই ন্যাটোতে ভিড়ে যাচ্ছে। সম্প্রতি এশিয়ায় প্রায় এক সপ্তাহ কাটানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক এলাকা হবে সেখানকার প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের ব্যাপারে মার্কিন প্রতিক্রিয়ার ‘অগ্রভাগ’। তিনি বলেন, ‘আপনারা পথের আন্তর্জাতিক নিয়ম সুরক্ষিত রাখবেন, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের ভবিষ্যৎ লিখবেন, দক্ষিণ চীন সাগর ও এর বাইরেও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবেন; নৌপথ যেন অবাধ ও নিরাপদ থাকে তাও নিশ্চিত রাখতে হবে আপনাদের।’ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন