বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার পাকিস্তানের সামনে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৮:৫১ পিএম

হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়ে এবার পঞ্চমস্থানের লড়াইয়ে শক্তিশালী পাকিস্তানের সামনে পড়লো বাংলাদেশ। রোববার জাকার্তার জিবিকে হকি গ্রাউন্ডে লাল-সবুজরা ৪-২ গোলে হারায় ইন্দোনেশিয়াকে। বিজয়ী দলের হয়ে রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুষ্কর ক্ষিসা মিমো একটি করে গোল করেন। ইন্দোনেশিয়ার পক্ষে দু’গোল শোধ দেন আকবর আবদুল্লাহ ও আরদাম। এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজরা। জাকার্তার জিবিকে হকি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।

রোববার ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ হারলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হতো বাংলাদেশকে। কিন্তু শুরু থেকেই জিমিদের লক্ষ্য ছিল পঞ্চম হওয়া। সেই লক্ষ্যপূরণে স্বাগতিকদের বিপক্ষে আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় লাল-সবুজরা (১-০)। ফলে প্রথম কোয়ার্টারেই ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে সাত মিনিটে ইন্দোনেশিয়ার আবদুল্লাহ ফিল্ড গোল করে সমতা আনেন (১-১)। সমতার পরপরই আশরাফুল পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে ফের দলকে এগিয়ে নেন (২-১)। ম্যাচের ২৪ মিনিটে ইমন গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের ছয় মিনিটে আরদামের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইন্দোনেশিয়া (২-৩)। কিন্তু শেষ কোয়ার্টারের অন্তিম সময়ে মিমো গোল করলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত হয় (৪-২)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন