বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

মাঙ্কিপক্সের বৈশ্বিক আশঙ্কা

| প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৭ এএম

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভোগান্তি শেষ হতে না হতেই, নতুন করে আশঙ্কা নিয়ে এলো মাঙ্কিপক্স। নতুন সংক্রমণটি আফ্রিকার পর ইউরোপ ও আমেরিকাসহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২টির অধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। ৯২ জন মানুষের দেহে এই সংক্রমণটি শনাক্ত হয়েছে। এছাড়াও সন্দেহের পর্যায় রয়েছে আরও অসংখ্য মানুষ। বিশেষ করে, তরুণদের মাঝে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বেশিরভাগ। ডব্লিউএইচও-এর তথ্য মতে, বিশ্বজুড়ে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও। এ সময়ে সবাইকে সচেতন থাকা খুবই জরুরি। তাই এমন ভয়ানক পরিস্থিতিতে সরকারের কাছে বিনীত আবেদন, যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়। সচেতনতার বার্তা সবার কাছে দ্রুত পৌঁছে দেওয়া হয়।
মনিরুল ইসলাম
ভুলবাকুটিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন