শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিরাপত্তা প্রত্যাহারের পরদিনই কংগ্রেস নেতা খুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৫ এএম

ঠিক একদিন আগেই প্রত্যাহার করা হয়েছিল কংগ্রেস নেতা এবং জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার নিরাপত্তা। পাঞ্জাব সরকারের ওই সিদ্ধান্তের মাত্র এক দিনের মাথায়ই গুলি করে হত্যা করা হলো সিধুকে। রোববার মানসা এলাকায় তাকে গুলি করা হয়। তাকে অন্তত ১০টি গুলি ভেদ করেছে। খবরে জানানো হয়, ঘটনার সময় মুসেওয়ালা তার গাড়িতে ছিলেন। সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করেই গুলি ছোড়ে। তার মৃত্যু নিশ্চিত করতেই গায়ককে লক্ষ্য করে অন্তত ১০টি গুলি ছোড়া হয়েছে। গুলি এই গায়ক-রাজনীতিবিদের গাড়ির কাচ ভেদ করে তার শরীরে প্রবেশ করেছে বলেই তদন্তকারীরা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে জওহর কে গ্রামের এক মন্দিরের কাছে। সিধুকে তার সমর্থকরা মানসা নাগরিক হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর ঠিক একদিন আগেই সিধু মুসেওয়ালার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল ভগবন্ত মানের নেতৃত্বাধীন পাঞ্জাব সরকার। তার পরই এই ঘটনা ঘটায়, সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। শুধু মুসেওয়ালাই নন, শনিবারই পাঞ্জাব সরকার খরচ কমাতে ৪২৪ জন ‘ভিআইপি’র নিরাপত্তা প্রত্যাহার করেছে। এই ব্যাপারে মান সরকারের বক্তব্য, তারা ভিআইপি সংস্কৃতির অবসান চান। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন