শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেলকুচিতে কুরআন শিক্ষাকেন্দ্র পরিদর্শন

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৩ এএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ১৬৫টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা সহজ কুরআন ও প্রাকপ্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। গতকাল সোমবার ভোরে শিক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের খোজ খবর নেন, এ সময় ইউএনও আনিসুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মহিউদ্দিন খান, মডেল কেয়ারটেকার ইউনুস আলী, সাধারণ কেয়ারটেকার শহিদুল ইসলাম, কুরআন শিক্ষার শিক্ষক (ইমাম) ও শিক্ষার্থীগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন