সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। উৎসবে তারা তাদের অভিনীত দিন দ্য ডে ও নেত্রী: দ্য লিডার সিনেমা দুটির ট্রেইলর প্রদর্শন করেন। এবারের কান উৎসবের অভিজ্ঞতা কেমন হলো? এমন প্রশ্নের জবাবে অনন্ত বলেন, এর আগেও আমি কানে গিয়েছিলাম। তবে এবার আমার দুটি সিনেমার ট্রেইলর প্রদর্শন করার পর মনে হয়েছে, বাংলাদেশের সিনেমার প্রতি সেখানে আগত বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজক, শিল্পী ও দর্শকদের বেশ আগ্রহ বেড়েছে। সিনেমা দুটির ট্রেইলর দেখে অনেকে আমাকে বলেছেন, বাংলাদেশে বিশ্বমানের এমন সিনেমা নির্মিত হতে পারে দেখে তারা বিস্মিত হয়েছেন। তারা ট্রেইলর দেখে ভূয়সী প্রশংসা করেন। আমি বলেছি, আমাদের দেশে হলিউড-বলিউডের সাথে পাল্লা দিয়ে সিনেমা নির্মিত হয়। আমার এ দুটি সিনেমা তার প্রমাণ। অনন্ত বলেন, আমরা উৎসবে বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের সাথে কথা বলেছি। বাংলাদেশের সিনেমা সম্পর্কে তাদের বলেছি। তারা আগ্রহ নিয়ে শুনেছেন এবং আমাদের সিনেমা সম্পর্কে জানতে চেয়েছেন। আমার কাছে মনে হয়েছে, এবার আমাদের সিনেমা উৎসবে আলোচনার সৃষ্টি করেছে। এটা একটা ইতিবাচক দিক। অনন্ত বলেন, আমার দিন দ্য ডে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেলে বিশ্ব চলচ্চিত্র জগতে আমাদের চলচ্চিত্রকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমার লক্ষ্যও তাই। আমি আমার অবস্থান থেকে চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। এ চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি অন্য নির্মাতাদেরও এগিয়ে আসতে হবে। কথার চেয়ে কাজ বেশি করতে হবে। সিনেমা নির্মাণের উদ্যোগ নিতে হবে। আমরা যদি সম্মিলিতভাবে বছরে চার-পাঁচটি বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করতে পারি, তবে আমাদের চলচ্চিত্রের এ দুরবস্থা থাকবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন