শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনে রয়টার্সের দুই সাংবাদিক আহত, চালক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১১:৪৯ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরে যাওয়ার সময় সংবাদ কর্মীদের বহনকারী গাড়িতে গুলির ঘটনায় রয়টার্সের দুই সাংবাদিক আহত ও চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (০৩ জুন) এ ঘটনা ঘটে। শহরটির দখল নিতে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, রয়টার্সের ফটোগ্রাফার আলেকজান্ডার এরমোচেঙ্কো ও ক্যামেরাম্যান পাভেল ক্লিমভ সেভেরোদোনেৎস্ক ও রুবিঝনে শহরের মধ্যবর্তী রুশ নিয়ন্ত্রিত অংশে মস্কো সমর্থিত বাহিনীর সরবরাহ করা একটি গাড়িতে করে যাচ্ছিলেন।
রয়টার্স নিহত গাড়িচালকের পরিচয় শনাক্ত করতে পারেনি, যাকে রয়টার্সের রিপোর্টিংয়ে সহায়তার জন্য বিচ্ছিন্নবাদীরা নিয়োগ করেছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ঘটনার বিষয়ে মন্তব্য চেয়ে টেলিফোন কলের জবাব দেয়নি।
এরমোচেঙ্কো ও ক্লিমভকে রুবিঝনের এক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরমোচেঙ্কোর শরীরে একটি ছোট ছিদ্রযুক্ত ক্ষত তৈরি হয়েছে এবং ক্লিমভের হাতের একটি হাড় ভেঙে গেছে।
এক বিবৃতিতে রয়টার্সের একজন মুখপাত্র বলেছেন, রয়টার্স তাদের ক্ষতির জন্য চালকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন