শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শাওমির স্মার্টফোনে ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৪:৪৪ পিএম

নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে গ্লোবাল শীর্ষ টেকনোলজি ব্র্যান্ড শাওমি। ব্র্যান্ডটির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাংলাদেশের গ্রাহকরা ১২ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় পাবেন।

ক্যাশব্যাকের খুশিতে, ফূর্তি শাওমিতে’ স্লোগানে শুরু করা ক্যাম্পেইনটিতে ক্রেতারা শাওমি ১২ প্রো কেনার ক্ষেত্রে ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। মডেলটির ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ১০ হাজার টাকা মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে ৮৯ হাজার ৯৯৯ টাকায়, আর ১২+২৫৬ জিবি কিনতে পারবেন ১২ হাজার টাকা ছাড়ে ৯৭ হাজার ৯৯৯ টাকায়।

ক্যাম্পেইনে শাওমি ফ্যানরা ৫ হাজার টাকা ছাড়ে শাওমি ইলেভেন-টি ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনতে পারছেন ৪৮ হাজার ৯৯৯ টাকায়। ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন রেডমি নোট ১০ প্রো কেনা যাবে ১ হাজার টাকা কমে ২৮ হাজার ৯৯৯ টাকায়।

পাশাপাশি রেডমি নোট ১১এস ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্ট ১ হাজার টাকা মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে ২৮ হাজার ৯৯৯ টাকায়, ৬+১২৮ জিবি ২৬ হাজার ৯৯৯ টাকায়। এ ছাড়া পোকো সি৩১ মডেলের দুটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে ৫০০ টাকা করে ক্যাশব্যাক। এই অফার পেতে ক্রেতাদের অবশ্যই দেশের শাওমির অথরাইজড স্টোর থেকে স্মার্টফোন কিনতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন