বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লালপুরে আহ্বায়ক কমিটি বাতিল দাবিতে সমাবেশ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০২ এএম

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। গত শনিবার রাত ৮টার সময় ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ওয়ালিয়া গ্রামে এই প্রতিবাদ সমাবেশে ও ওয়ালিয়া বাজারে মিছিল করেছে নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, ‘ফজলুর রহমান পটলের জিবদ্দশায় যারা আলাদা মঞ্চ করে পটল ভাইকে ওয়ালিয়াতে ঢুকতে দিবে বলে ঘোষণা দিয়েছিল, তাদের প্রতিহত করে সেইদিন আমরা পদবঞ্চিত কর্মীরাই পটল ভায়ের জনসভা সফল কেরছিলাম। ২০১৮ সালের নির্বাচনে যারা কামরুন্নাহার শিরিন কে ছেড়ে কৃষক শ্রমিক, জনতা লীগের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছিল তারাই আবার লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ককে ভুল তথ্য দিয়ে বিএনপি’র মরহুম প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল পরিবারের রাজনিতিকে ধ্বংস করার লক্ষে নীল নকশা তৈরী করে গত ২৯ মে ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের অগণতান্ত্রিক ও অরাজনৈতিক অথর্ব এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যার আহবায়ক ও যুগ্ম আহবায়করা কখনো বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলনা। এই আহবায়ক কমিটি বাতিলের দাবিতে গত ৩১ মে দুপুরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭ দিনের সময় বেঁধে দিয়ে গণপদত্যাগের হুমকি দেন পদবঞ্চিত যুবদল নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন