শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের প্রয়োজনীয় বেতন বরাদ্দের দাবি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:১৪ এএম

আসন্ন বাজেটে স্বতন্ত্র ইবতদায়ী মাদরাসা শিক্ষকদের প্রয়োজনীয় বেতন বরাদ্দ ও শিক্ষার্থীদের বন্ধ করা উপবৃত্তি চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রামের রাজারহাট ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। গত রোববার দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসের সামনে ঘণ্টাখানিক মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করে ঐক্যজোটের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজারহাট স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক সাইফুর রহমান মন্ডল, সদস্য মহিদুল শেখ, শফিকুল ইসলাম মনি ও মোস্তাক আহমেদ।
বক্তারা বলেন, ডাটা এন্ট্রিকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাসরাসার শিক্ষার্থীদের বন্ধকৃত উপবৃত্তি ও আর্থিক সুবিধা পূণরায় চালুকরণ এবং বাজেটে শিক্ষকদের জন্য প্রয়োজনীয় বেতন বরাদ্ধ দিয়ে মানবেতরভাবে জীবন যাপন করা শিক্ষকদের পাশে সরকারকে দাঁড়াতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন