শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নাটোরে মাদক মামলায় যাবজ্জীবন

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:১৪ এএম

নাটোরে মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার দুপুরে সিংড়া থানাধীন মো. শুকচান সরদারের ছেলে মো. শাহাদত হোসেন বাবুর বিরুদ্ধে আনীত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেন নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন। এছাড়াও আসামিকে অতিরিক্ত ১০ হাজার টাকা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দেন আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের দক্ষিণে অবস্থিত স্টুডেন্টস্ ফুড কর্ণার এন্ড রেস্টুরেন্ট এর বন্ধ দোকানের সামনের ফুটপাত থেকে হেরোইন ক্রয় বিক্রয়ের সময় আসামি মোঃ শাহাদত হোসেনকে হাতেনাতে ধরেন এসআই মো. শফিকুর রহমান। প্রায় ৪ বছর বিচারাধীন শেষে সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালত উক্ত মামলার আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন