শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শৈশবের মাঠে দুর্দান্ত রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

ক্যারিয়ারের প্রথম ক্লাব সিপির জোসে আলভালাদে স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। করলেন জোড়া গোল, সতীর্থের গোলেও জড়িয়ে থাকল তার নাম। অধিনায়কের নৈপুণ্যে সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে উয়েফা নেশন্স লিগের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল। গতপরশু রাতে লিসবনে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। তাদের অন্য দুই গোলদাতা উইলিয়াম কারবাইয়ো ও জোয়াও কানসেলো।
তিন বছর আগে ঠিক এই দিনেই রোনালদোর হ্যাটট্রিকে কপাল পুড়েছিল সুইসদের। সেদিন নেশন্স লিগের প্রথম আসরের ফাইনালসের শেষ চারে ৩-১ গোলে জিতেছিল পর্তুগাল। রোনালদোর হ্যাটট্রিক হতে পারতো এদিনও। তবে অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেন তিনি। অধিনায়ক ছাড়া অন্যরাও কাজে লাগাতে পারেননি বেশ কিছু নিশ্চিত সুযোগ, নইলে ব্যবধান হতো আরও বড়। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের জাতীয় দলের হয়ে গোল হলো ১১৭টি।
গত সপ্তাহে আসরে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ ড্র করেছিল পর্তুগাল। আর চেক রিপাবলিকের বিপক্ষে হেরেছিল সুইজারল্যান্ড। পর্তুগাল পরের ম্যাচে খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে, আগামী বৃহস্পতিবার। সেদিনই সুইজারল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে স্পেনের। এদিন গ্রুপের আরেক ম্যাচে চেক রিপাবলিকের মাঠে ২-২ ড্র করেছে লুইস এনরিকের দল স্পেন। গ্রুপ পর্বে দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪ করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রোনালদোরা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেন। সুইসদের পয়েন্ট শূন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন