শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় সিমেন্ট গোডাউনে কিশোর গ্যাং সন্ত্রাসীদের হামলা, দোকানীকে মারপিট, টাকা ছিনতাই!

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ৩:৩৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে দিনেদুপুরে প্রকাশ্যে স্টিল ও সিমেন্ট গোডাউনে কিশোর গ্যাং সন্ত্রাসী হামলায় দোকানীকে মারপিট করে টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের বড় জামে মসজিদ ঈদগাহের সামনে কুমারখালী স্টিল ফার্নিচার ও সিমেন্টের দোকানের গোডাউনে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দোকান মালিক আরিফুল ইসলামকে বেধড়ক মারধর করে তার নিকট থেকে এক লাখ পঁচানব্বই হাজার টাকা ছিনতাই ও স্টিলের দোকান ভাংচুর করেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী দোকান মালিক আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২ টার দিকে তিনি সিমেন্ট কোম্পানিকে টাকা ডিও করার উদ্দেশ্য দোকান থেকে বের হবার সময় পাপ্পু, সৌরভ, আলামিন ও ইনসান সহ ৪/৫ জন হকিস্টিক, বেকি, লোহার রড নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এসময় তার মামাতো ভাই আশিক ঠেকাতে গেলে তাকে কুপিয়ে আহত করে। তিনি আরো জানান হামলাকারীরা তার কাছে থাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তার স্টিলের দোকান ভাংচুর করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে ও তার ভাইকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেয়। তিনি জানান তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের অস্ত্র নিয়ে প্রবেশের ও বের হবার দৃশ্য সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, অভিযোগ পেয়েছি এখনো মামলা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন