বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিরাজদিখানে তেল কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ৪:১৯ পিএম

জ্বালানি তেল মাপে কম দেওয়ায় সিরাজদিখানে একটি ফিলিং স্টেশনে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । আজ মঙ্গলবার দুপুরে নিমতলা-সিরাজদিখান সড়কের উপজেলা মোড় সংলগ্ন ‘মা ফিলিং স্টেশনে ’- অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) তাসনিম আক্তার । এ সময় উপস্থিত ছিলেন,বি এসটি আই এর পরিদর্শক নাজমুস হায়াত ,সিরাজদিখান থানার এ এস আই আমির হোসেন ।

নির্বাহী ম্যাজিষ্টেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) তাসনিম আক্তার জানান, তেল ওজনে কম দেওয়ায় মা ফিলিং স্টেশনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় । তবে এর আগে সিরাজদিখান বাজারে মিষ্টি ওজনে কম দেওয়ায় রাজ লক্ষী মিষ্টি দোকানের মালিক খোকন ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন