নগরীর মাঝিরঘাট এলাকায় আগুন লেগে জুতার দুটি কারখানা পুড়ে গেছে।
বুধবার ভোরে মাঝিরঘাটের দারোগাহাট রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে জুতার একটি কারখানায় আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টার পরে আগুন নেভানো সম্ভব হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন