শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে এক ব্যবসায়ী হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদন্ড এবং চারজনের যাবজ্জীবন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৪:১৩ পিএম

টাঙ্গাইলে এক ব্যবসায়ী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো- রেজাউল ইসলাম, আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া। তবে মামলার দুই আসামী রেজভী ও রেজাউল ইসলাম পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের মনিরুজ্জামানকে তার ভায়রা আসামী রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলোক বেগমসহ অন্যান্যরা ২০১০ সালের ১২ সেপ্টেম্বর নৃশংসভাবে হত্যা করে। এরপর আসামীরা মনিরুজ্জামানের লাশ স্থানীয় মহেশখালী দক্ষিনপাড়ে ফেলে দেয়। লাশের সন্ধান পাবার পর মনিরুজ্জামানের বাবা থানায় মামলা দায়ের করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন