শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নিষেধাজ্ঞামুক্ত হল এনপিসি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

অবশেষে দীর্ঘ এক দশক পর নিষেধাজ্ঞামুক্ত হল ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ)। ২০১২ সালে আইনি জটিলতার কারণে এনপিসি বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি। সম্প্রতি ফের প্রাথমিক সদস্যপদ ফিরে পেল দেশের প্রতিবন্ধি ক্রীড়াবিদদের নিয়ে কাজ করা এ সংগঠনটি। এর ফলে লাল-সবুজের প্রতিবন্ধী ক্রীড়াবিদরা এখন থেকে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) কর্তৃক আয়োজিত সব ধরনের ক্রীড়া আসরে অংশ নিতে পারবেন। জানা গেছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর মো. জাহিদ আহসান রাসেল এমপি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আইপিসির সঙ্গে যোগাযোগ করেন এবং কমিটি গঠনসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এ প্রসঙ্গে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এখন থেকে প্রতিবন্ধিদের প্যারাঅলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বাঁধা দূর হলো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন