শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আমতলীতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুর্ধর্ষ চুরি!

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ৫:১৩ পিএম

বরগুনার আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল অফিসের কলাপসিগাল গেটের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে একে একে সকল রুমের তালা ভেঙ্গে ও কেঁটে অফিসে রক্ষিত ৩টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি গ্যাস সিলিন্ডার ও আলমারিতে রক্ষিত এক লক্ষ উনিশ হাজার টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কোন এক সময় ওই চুরির ঘটনা ঘটে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার বিকাল ৫ টায় অফিস বন্ধ করে আমরা সকলে চলে যাই। আজ (শুক্রবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুদামের একজন আনসার সদস্য পরিবার পরিকল্পনা অফিসের প্রধান ফটকের কলাপসিগাল গেটের তালা ভাঙ্গা দেখে আমাকে খবর দেয়। এসে দেখি গেটসহ আমার রুম ও অফিসের অন্যান্য সকল রুমের তালা ভাঙ্গা এবং অফিসে রক্ষিত মালামাল টাকা চুরি হয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তি আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন