শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারত সরকার ব্যবস্থা নিয়েছে নুপুর শর্মার বিরুদ্ধে, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ৫:৫৯ পিএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অনেক দেশে বিভিন্ন রকমের লোকজন থাকে। তাদের মতামতও একেক রকম। ইতোমধ্যেই ভারত সরকার সেই নুপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজ শনিবার (১১ জুন) বিকেলে সিলেটে নগরীর কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, এই বিষয় নিয়ে এতো বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমাদের রাসুল (সা.) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এটা আমাদের মেনে চলা উচিত। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ম নাছিরউদ্দীন শাহ ১১ জুন, ২০২২, ৬:৩৮ পিএম says : 0
ভারত নূপুর শর্মার বিরুদ্ধে ব‍্যবস্থা নিয়েছে।ভারতের সরকারের সিদ্ধান্ত। বাংলাদেশের সরকারের পরারাষ্ট্রমন্ত্রী ভারত সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কি বলার নাই এটি কি প্রতিবাদ নাকি নতজানু পররাষ্ট্রনীতি। পৃথিবীর ৫৭টি দেশ জাতীয় সংঘ ও আই সি এবং পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ নিরভ মহানবী (সাঃ)শানে মানে বেযাদবি করবে রাষ্ট্রের পক্ষে বলা হবে ভারত আইনী ব‍্যবস্থা নিচ্ছে। তার মানে কি?বাংলাদেশের মুসলমানদের মুসলমানদের পক্ষে আলেমদের বক্তব্য মতামত সত‍্য প্রমাণিত হচ্ছে। সরকার দিল্লির ইশারায় চলছে? ক্ষমতা চীর স্থায়ী নয়। পকৃত ক্ষমতার আল্লাহ্। যতক্ষন রাখবেন আছেন। আল্লাহ্ এবং রাসুল (সাঃ)উপর বিধর্মী আক্রমণ হয় তখনই রাষ্ট্রের ঈমানী দায়িত্ব তীব্র প্রতিবাদমুখর হওয়া। তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আশাকরা য়ায়। আমি হাজার শতবার আওয়ামীলীগের মাননীয় প্রধানমন্ত্রীর একেবারেই শত ভাগ গোলামের মত হাজারো হাজার প্রশংসনীয় লিখা লিখেছি নিঃস্বার্থ ভাবে এই যাবত কালে কোন আওয়ামীলীগার দেশের পক্ষে সরকারের পক্ষে লিখেছেন কিনা জানিনা। আমি এখন ও আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী মহানবী (সাঃ)পক্ষে এবং ইসলামের পক্ষে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রতিবাদ জানাবেন। আল্লাহ্ এবং রাসূল (সাঃ) ভালোবাসা না থাকলে মোমের হওয়া যাবে না। মুসলমান হওয়া যাবে। আল্লাহ্ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিদের বুঝার তৌফিক দিন।
Total Reply(0)
Kazi Johirul Islam ১১ জুন, ২০২২, ৭:১৪ পিএম says : 0
Uni ki musolman???
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন