শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের সঙ্গে ২০ বছরের চুক্তি করবে ভেনেজুয়েলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০৫ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে ২০ বছরের একটি সহযোগিতামূলক চুক্তি করবেন তিনি। শুক্রবার দুইদিনের রাষ্ট্রীয় সফরে ইরানে আসেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ইরানের গণমাধ্যম হিস্পানটিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে নিকোলাস মাদুরো জানিয়েছেন, সহযোগিতামূলক পরিকল্পনার অংশ হিসেবে ভেনেজুয়েলার কারাকাস থেকে ইরানের তেহরান পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চালু করবেন তিনি। তাছাড়া ভেনেজুয়েলার কফি ইরানে নিয়ে আসবেন তারা। তবে সহযোগিতামূলক পরিকল্পনার বিস্তারিত জানানো হয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার রাষ্ট্রীয় সফরে ইরানের ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাত করবেন। এদিকে ইরান এবং ভেনেজুয়েলা দুই দেশের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সাল থেকে তারা নিজেদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বাড়িয়েছে। বিশেষ করে জ্বালানি প্রজেক্ট ও তেল আদান প্রদানে, এর মাধ্যমে ক্যারিবিয়ান দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব কমানোর চেষ্টা করা হচ্ছে। নিকোলাস মাদুরো তার এবারের বৈশ্বিক সফরে ইরান, তুরস্ক এবং আলজেরিয়ায় ভ্রমণ করবেন। সূত্র : দ্য নিউ আরব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন