শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাঙ্গাবালীতে টর্নেডো

আশ্রয়ণ প্রকল্পের ৬টি ঘর বিধ্বস্ত রাঙ্গাবালী (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০৩ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে টর্ণেডোতে উড়িয়ে নিয়ে গেছে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ৬টি ঘর। এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের পাশের অন্য দু’টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার ভোর রাতে উপজেলার চরকাশেম দ্বীপে এ ঘটনা ঘটে। তবে ঘরের মধ্যে বসবাসকারীদের কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চরকাশেম দ্বীপে হঠাৎ ১ ঘণ্টার তান্ডব চালায় টর্নেডো। এতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬টি ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। আশ্রয়ণ প্রকল্পের পাশের অন্য দু’টি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে টুকরো টুকরো করে দেয় টিনের ছাউনি। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান জানান, টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত সরকারি ঘরগুলো মেরামত করে দেয়া হবে। পাশের অন্য যে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর তালিকা করে সহায়তা প্রদান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন