শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

গলায় বা খাদ্যনালিতে কিছু আটকে গেলে

অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অন্য মনস্কভাবে খাওয়ার সময় মাছের কাঁটা/মাংসের হাড় অথবা ছোট ছোট শিশুরা খেলার সময় কোনো কিছু মুখে দিলে তা গলায় আটকে যেতে পারে। ইহা একটি মেডিকেল ইমারজেন্সি। এমতাবস্থায় রোগীকে যত শীঘ্র সম্ভব হাসপাতালের জরুরি বিভাগে অথবা নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে।

কী কী গলায় আটকাতে পারে?
ধাতব মুদ্রা বা পয়সা
খেলনার ছোট ছোট অংশ
বাঁধানো দাঁত
মাছের কাঁটা
মাংসের হাড়
সুই/সেপ্টিপিন এবং আরো অনেক কিছু।
খাদ্যনালির কোথায় আটকাতে পারে :
গলবিল ও খাদ্যনালির সংযুক্ত স্থান হলো খাদ্যনালির সবচেয়ে সংকীর্ণ জায়গা। এখানেই বেশির ভাগ জিনিস আটকায়। এ ছাড়াও খাদ্যনালিতে চারটি সংকোচিত পয়েন্টে যে কোনো কিছু আটকাতে পারে।
রোগের লক্ষণ সমূহ :
রোগীর বা রোগীর লোকজন কোনো কিছু খেয়ে ফেলার অথবা গলায় আটকে যাওয়ার কথা বলবে
 ঢোক গিলতে অসুবিধা হতে পারে
গলা ব্যথা হতে পারে
 অতিরিক্ত লালা বের হওয়া
বমি বমি ভাব হওয়া।
রোগ নির্ণয় করার উপায় :
 রোগের লক্ষণসমূহ থেকে
 গলার বা বুকের এক্সরে করে দেখা যাবে
ইসোফ্যাগোস্কপির মাধ্যমে নিশ্চিত হতে পারি।
চিকিৎসা :
যেহেতু এটি একটি মেডিকেল ইমারজেন্সি অবস্থা, সে জন্য রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এরপর সম্পূর্ণ অজ্ঞান করে ইসোফ্যাগোস্কপির (এন্ডোসকপি) মাধ্যমে খাদ্যনালিতে আটকানো জিনিস বের করতে হবে।
চিকিৎসা না করার ফলে কী কী অসুবিধা হতে পারে?
 খাদ্যনালিতে ইনফেকশন হতে পারে
 খাদ্যনালি ফুটা হয়ে ফুসফুসে ইনফেকশন অথবা পুঁজ জমতে পারে। (যদি ধারালো কিছু হয়) এমনকি রোগী মৃত্যুবরণও করতে পারে।

নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল,
রোড-৮, ধানমন্ডি, ঢাকা, ০১৯১৯ ২২২ ১৮২
ধষধসমরৎ.পযড়ফিযঁৎু০৭@মসধরষ.পড়স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
জায়েদ ২ ফেব্রুয়ারি, ২০১৭, ৪:৪৮ পিএম says : 0
আমার গলায় গম এর সাথে লম্বা লম্বা ধারালো যে জিনিসটি হয় সেটা আটকে রয়েছে।গ্রামের জমি দিয়ে হাটার সময় অন্য মনস্ক হয়ে গোম মুখে দেয়ার কারনে এখন আমি কি করবো
Total Reply(0)
sifat ১৪ ডিসেম্বর, ২০১৭, ২:২৬ পিএম says : 1
আমার গলাই পিন আটকে গেসে এখন কি করা জায়
Total Reply(0)
রায়হান ২২ মে, ২০১৮, ৪:০০ এএম says : 0
আমার বোন সে জিদ করে ক্যালকুলেটর এর বাটন গিলে খেয়ে ফেলে। পরে বলে গলায় আটকে গিয়েছে। সে এখন ব্যাথা অনুভব করছে।কিন্তু আমি এক্স রে করাই কিন্তু ডাক্তার একটা কি ঔষধ আনতে বলে দাম অনেক ৯০০ টাকা।এখন কি করতে পারি
Total Reply(0)
Abdulla Emu ১৬ জুন, ২০১৯, ৭:৪৮ পিএম says : 0
আমার গলায় হালিম খেতে গিয়ে মাংসের হাড্ডি গেছে
Total Reply(0)
মোঃ আবু নাসের ২৪ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম says : 0
আমার মেয়ে বয়স ৬ বছর চিড়ার জর্দা খাওয়ার সময় গলায় কি জানি আটকে গেলে খুব কাশিকাশি করে এবং মুখ থেকে লালা বাহির হয়। আমাদের মনে হয় ওর গলায় ধান লেগেছে এখন করনীয় কি? এখন ও ভাত অন্যান্য খাবার খাচ্ছে কোন সমস্যা হয় না তবে ঢোক গিলতে বললে বলে একটু ব্যাথা করছে? আমরা এখন কি করবো?
Total Reply(0)
সিরাজুলইসলাম ২১ এপ্রিল, ২০২০, ৯:১৩ পিএম says : 0
স্যার আজকে দুপুরে মাংস খাওয়ার সময় মুরগির মাংসের হার আমার গলায় আটকে যাই এই অবস্থায় আমি কি করতে পারি
Total Reply(0)
সুমন ১২ সেপ্টেম্বর, ২০২০, ২:২৯ এএম says : 0
স্যার অনেক দিন আগে আমার গলায় কাঁটা বিঁধে ছিল। দুই একদিন পরে আর কোন সমস্যা হয়নি। আমি মনে করেছি হয়তো নেমে গেছে। কিন্তু ইদানিং গলায় একটু সমস্যা হচ্ছে। কি করব স্যার? দয়া করে একটু বলবেন।
Total Reply(0)
Al amin khan ২৬ মার্চ, ২০২১, ৬:৫৮ পিএম says : 0
কাল খাওয়া শেষে পানি খাওয়ার সময় বুঝতে আমার গলায় আলুর ছোট খোসা বেঁধে গেছে,জানিনা নেমে গেছে কিনা কিন্তু আজকে একটু ব্যাথা অনুভব করছি,এখন আমার করণীয় কি স্যার বলেন প্লিজ!!!!!
Total Reply(0)
ইমারুল ইসলাম ২১ এপ্রিল, ২০২২, ১:৪৬ এএম says : 0
আমার গলায় ট্যালেট আটকায় গেছে। এখন করোনীয়??
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন