মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় পণ্ড বাল্যবিয়ে

এসিল্যান্ডের হস্তক্ষেপ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০৪ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত শুক্রবার রাতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দুর্গাপুর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে পন্ড হয়েছে। গুলিশাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে গোপনে ওই ছাত্রীর বাবার বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো।
জানা যায়, খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্থলে ছুটে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিয়েটি পন্ড করে দেন। এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলেখা নেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন মঠবাড়ীয়া থানা পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন