শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’

নবীকে নিয়ে কটুক্তি : ঝাড়খন্ডে সহিংসতায় নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০২ এএম

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে এক বিজেপি নেতার মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে টানা দ্বিতীয় দিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, কিছু রাজনৈতিক দল দাঙ্গা বাধাতে চায়। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির ‘পাপে’ সাধারণ মানুষ ভুগবে কেন তৃণমূল কংগ্রেস প্রধান শনিবার সেই প্রশ্নও তুলেছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। “আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?,” এক টুইটে এমনটাই বলেছেন মমতা। নবীকে নিয়ে বিজেপি নেতা ন‚পুর শর্মার মন্তব্যের প্রতিবাদে শুক্রবার কলকাতার কাছে হাওড়াতে অনুষ্ঠিত প্রতিবাদ পরে সহিংসতায় রূপ নেয়। শনিবার সকালেও জেলাটির পাঁচলা বাজার এলাকায় সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএনআই জানায়, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছোড়ার পর তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে। কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সমগ্র হাওড়া জেলার ইন্টারনেট পরিষেবা সোমবার পর্যন্ত বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার হাওড়ার বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রেখেছিল। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন