বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে কটূক্তিকারী গোপালগঞ্জের কোটালীপাড়ার বাবু দাশ গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার মাচারতারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু দাশ গুপ্ত উপজেলার ডহরপাড়া গ্রামের শুনিল দাশ গুপ্তের ছেলে। এর আগে গত শনিবার রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু (সা.) কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে বাবু দাশ গুপ্ত। এ খবর ছড়িয়ে পরলে ধর্মপ্রাণ ইসলাম তৌহিদী জনতা ক্ষোভে ফুঁসে উঠেন এবং তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিল্লুর রহমান জানান, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে কটূক্তিকারী বাবু দাশ গুপ্তকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন