শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফের করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০১ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দ্বিতীয়বারের মত করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি জানার পর মন্ত্রণালয়ে না গিয়ে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে বিশ্রামে আছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমকে বললেন, প্রথম দফায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিন ডোজ করোনা টিকা গ্রহণ করেছি। এখন দ্বিতীয়বার করোনা নমুনা ধরা পড়েছে। তবে জটিল কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন