শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহানবী(সা:)কে নিয়ে কুটক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ-মানবন্ধন

মো. শামসুল আলম খান | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৬:৫০ পিএম

ভারতে হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে জমইয়াতে হিযবুল্লাহ। মঙ্গলবার (১৪ জুন) বাদ জহুর ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্টেশন মসজিদ চত্বরে এই মানববন্ধন করেন ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক এই সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি হযরত মাওলানা কাজী মো: আব্দুর রহিম। এ সময় সংগঠনের সাধারন সম্পাদক অধ্যাপক মাওলানা আবু ছালেহ মো: জাফর ছাদেকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা মো: আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: জালাল উদ্দিন, মাওলানা মো: রুহুল আমীন। এর আগে মানববন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমেদ রেজা। এদিকে মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহন করেন।
এদিকে একই ইস্যুতে পৃথক আয়োজনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা। এতে উপস্থিত ছিলেন মাওলানা ছফির উদ্দিন, মাওলানা মোবারক হোসাইন, মাকসুদুল করিম, জোবায়ের হোসেন, শহীদুল্লাহ, হাফিজুর রহমান, মোহাম্মদ ও মামুনুর রশিদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ভারতীয় পন্য বর্জনের আহবান জানিয়ে বলেন, হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি মুসলমানরা সহ্য করবে না। অবিলম্বে কুটক্তিকারীদের গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন