বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আ.লীগের রিফাত বললেন, দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ নেই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১০:৪৫ এএম

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের এক নম্বর বুথে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

এরপর কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের এই মেয়রপ্রার্থী বলেন, ‘প্রত্যাশা শুধুই জয়। নির্বাচনে দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ নেই।’

ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা ‘দারুণ’ উল্লেখ করে আরফানুল হক রিফাত বলেন, ‘চমৎকার পরিবেশ। নৌকার বিজয় হবে ইনশাহআল্লাহ!’


আজ শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন আওয়ামী লীগের এই প্রার্থী। তিনি আরও বলেন, ‘শান্তির কুমিল্লায় শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হবে বলে আশা করি।’

এদিকে, একই কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। ভোট দেওয়া শেষে তিনি অভিযোগ করে বলেন, ‌‘বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।’

‌‘এ ছাড়া সব কেন্দ্রেই আমার এজেন্ট দিতে পেরেছি। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত,’ বলেন নিজাম উদ্দিন কায়সার।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টায় শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন