বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোলা জেলা ইনকিলাব সংবাদদাতার পিতার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ৬:৫৩ পিএম

ভোলা জেলা ইনকিলাব সংবাদদাতা প্রভাষক মোঃ জহিরুল হক এর পিতা আলহাজ্ব মোঃ শামছুল হক মাস্টার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল বুধবার জোহর নামাজের পর লালমোহন উপজেলার ফরাজগন্জ ইউনিয়নের মহেশখালী, তালতলা সেরাজুল হক শামছুল উলুম নুরানী, হেফজ, ক্বওমী মাদরাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আব্দুল আউয়াল সাহেব,বাহাদুর চৌমুহনী মাদরাসার মুহতামীম আলহাজ্ব মাওঃ কামাল উদ্দিন সাহেব,লালমোহন উত্তর বাজার জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওঃ হোসেন সাহেব, মাওঃ মোঃ ছালাউদ্দিন সাহেব, এমদাদুল উলুম ক্বওমী মাদরাসার মুহতামীম মুফতি আব্দুস সাত্তার সাহেব, মুহতামীম মাওঃ মোঃ ইলিয়াছ সাহেব,সবুজবাগ মসজিদের খতিব মুফতি হাফেজ মাওঃ মুনিরুল ইসলাম,মাওঃ মোঃ ইসমাইল সাহেব প্রমুখ। অনুষ্ঠানে মরহুম মোঃ সিরাজুল হক ও মরহুম আলহাজ্ব মোঃ শামছুল হক মাস্টার এর নামে প্রতিষ্ঠিত সিরাজুল হক শামছুল উলুম নুরানী, হেফজ ও ক্বওমী মাদরাসা পরিচালানার জন্য ১১ সদস্য বিশিস্ট  কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে লালমোহন সবুজবাগ ও স্থানীয় মুসুল্লিরা উপস্থিত হয়ে দোয়া করেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন খতিব আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল আউয়াল সাহেব।এছাড়া মাওঃ আতাউর রহমান সাহেবের ভোলা তানজিমুল গোরস্থান মাদ্রাসা,মাওঃ তরিকুল ইসলামের আবহাওয়া অফিস রোড মাদ্রাসাসহ ভোলা জেলার অনেক মাদ্রাসায় মরহুমের জন্য দোয়া করা হয়েছে। উল্লেখ মরহুম আলহাজ্ব মোঃ শামছুল হক মাস্টার ২০২০ সালের ১০ জুন ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহী - - - রাজেউন) ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন