শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সংবিধানের ২টি অনুচ্ছেদের বৈধতা নিয়ে আদেশ মুলতবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম



 বিচারক নিয়োগ সংক্রান্ত ৯৫ অনুচ্ছেদ, অধঃস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের ওপর আদেশ মুলতবি (স্ট্যান্ড ওভার) করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি মুলতবি রাখেন। আদালত বলেছেন, এটি সাংবিধানিক বিষয়। এটি আমরা আরো দেখব। স্ট্যান্ড ওভার রাখা হলো। রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আদেশ হওয়ার কথা ছিল। তবে এখানে সংবিধানের অনেক অনুচ্ছেদ চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টি জটিল। আদালত বলেছেন, আরো পর্যালোচনা করবেন। আদেশ মুলতবি করা হয়েছে। এখন যে কোনো দিন এটি কার্যতালিকায় আদেশের জন্য আসতে পারে।
এর আগে ওই দুটি অনুচ্ছেদসহ কয়েকটি অনুচ্ছেদের বৈধতা নিয়ে ৩ নভেম্বর রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গত সোমবার শুনানি নিয়ে আদালত আদেশের দিন রেখেছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। রিট আবেদনকারীর যুক্তি, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধঃস্তন আদালতের দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের ওপর। অথচ ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা প্রেসিডেন্ট কাছে দেয়া হয়, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ১১৬ অনুচ্ছেদ সংবিধানের ১০৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন