ময়মনসিংহের নান্দাইলের গাঙাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে একই পরিবারের তিনজন বজ্রপাতে নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন সূত্রে জানা যায়, উপজেলার গাঙাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের হাদিস মিয়ার ছেলে স্বাধীন (১২), শহীদুল্লাহ্র ছেলে আবু ছাঈদ (১৪) ও বিল্লাল হোসেনের ছেলে শাউন মিয়া (১২) বাড়ির কাছে একটি খালে মাছ ধরতে যায়। ওই সময় প্রচুর বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ এক বজ্রপাতে ওই তিনজন গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নান্দাইল ও কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঘোষনা করে। নিহতের তিনজনই এলাকার দুইটি মাদরাসায় পড়ালেখা করে। তাঁর মধ্যে স্বাধীন কোরআনে হাফেজ। নিহত তিনজন একে অপরের চাচাতো ফুফাতো ভাই।
নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে হাসপাতালের জরুরী বিভাগে পুলিশ পাঠানো হয়। পরে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন