বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তিন দশক ধরে কিভাবে একই রকম আছেন নোবেল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:০২ এএম

আদিল হোসেন নোবেল মডেল নোবেল হিসেবে দেশের মানুষের কাছে বেশি পরিচিত। প্রায় তিন দশক ধরে ফ্যাশন শো ও বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন। তবে ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত দেখতে একই রকম আছেন কিভাবে? আর কিভাবেই বা নিজেকে এভাবে ধরে রেখেছেন তিনি? নিজেকে একইভাবে ধরে রাখা ও ক্যারিয়ার নিয়ে সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন নোবেল। সেই ৯০ দশক থেকে একই রকম দেখা যাচ্ছে এ প্রশ্ন তুলতেই তিনি বলেন, একই রকম কিনা আমি জানি না। আমি আমার নিজের মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাই। আগে যখন কাজ করতাম তখন এক রকম ছিলাম, আর এখন অন্যরকম। আসলে, প্রতিটি কাজেরই মেইনটেনেন্স থাকে। তিনি বলেন, আমি কয়েকটা জিনিস খুব ট্রাই করি, কিন্তু তা শতভাগ পারি না। এর মধ্যে খাবার খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ও সময়মত খাদ্য খাচ্ছেন কিনা। অনেক সময় অনেক জায়গায় ছোটাছুটি করতে হয়, সেই সময় আমার খাবার থাকে না। তখন আমি অস্থির হয়ে যাই। যে খাবারটা আমার তখন খাওয়া দরকার তা পাচ্ছি না। যেমন, আমি স্ট্রিট ফুড খেয়ে থাকতে পারব না। তাহলে তো মেইনটেনেন্স সেভাবে হবে না। এটা সহজ নয়, অনেক কষ্টের ব্যাপার। আরেকটা বিষয় বলতেই হবে, ওয়ার্ক আউট করা, এক্সারসাইজ করা, ¯েপার্টস করা। এসব বেসিক বিষয়, যা করতেই হবে। সঙ্গে বিশ্রামের প্রয়োজন রয়েছে। এই তিনটি বিষয় যদি সঠিকভাবে করা যায় তাহলে তা শরীর ঠিক রাখার জন্য যথেষ্ট। নোবেল বর্তমানে একটি করপোরেট হাউসে কর্মরত। একটা সময় তাকে পর্দায় দেখা গেলেও এখন আর নিয়মিত দেখা যায় না। এ বিষয়ে তিনি বলেন, এক সময় অনেক কাজ করতাম। এখন সেই তুলনায় অনেক কম কাজ করি। আমি আসলে এখন চাকরি করি। কাজের চাপে থাকতে হয়। প্রতিটা দিন, এমনকি শুক্র ও শনিবারও কিছু না কিছু থাকে। সাপ্তাহিক ছুটির দিনে একটু বিশ্রামের প্রয়োজন হয়, পরিবারকে সময় দিতে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন